
চট্টগ্রামের বাজারে রোজার আগে বেড়েছে চালের দাম। গত এক সপ্তাহে পাইকারি পর্যায়ে প্রতি বস্তা (৫০ কেজি) চালের দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। এ ছাড়া খুচরা পর্যায়ে প্রতি কেজিতে বেড়েছে চার থেকে সাত টাকা। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের পর থেকেই বাজারে চালের দাম বাড়ছে।
তবে চালের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা দায়ী করছেন ধানের দাম বেড়ে যাওয়া ও কিছু করপোরেট কোম্পানির ধান মজুত করে রাখাকে। চালকল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনের আগে ১ হাজার ২০০ টাকার আশপাশে প্রতি মণ (৪০ কেজি) ধান কেনা যেত। নির্বাচনের পরপর মণপ্রতি ধানে দাম বেড়েছে অন্তত ১০০ থেকে ১৫০ টাকা। ফলে মিল পর্যায়ে চালের দাম বেড়েছে।