রুমায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধি:
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে উদযাপন উপলক্ষে বান্দরবানের রুমায় এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ ) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুল্লাহ আল হাসান’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হুজাইফা মাহমুদ। ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান বলেছেন,০৬ মাস থেকে ১১ মাস বয়সী ৯৩৮জন শিশুদেরকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৮৪০শিশুদেরকে লাল ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গৃহীত কর্মসূচি সুষ্ঠু সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
ভিটামিন ‘এ’ নীল ও লাল ক্যাপসুলের উপকারিতা সম্পর্কে বলতে গিয়ে তিনি আরো উল্লেখ করেন, শিশুদের দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়ক এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে শিশু বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে।
শিশুদের শারীরিক বৃদ্ধি এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করে। ডায়রিয়া ও হামসহ অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমায়। ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লির সুরক্ষা নিশ্চিত করবে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও সঠিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। তাই নির্ধারিত তারিখে সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো জরুরি বলে গুরুত্বারোপ করেন ডা. আব্দুলা আল হাসান।