
নুরুল হুদা, টেকনাফ:
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ১৫ (পনের) বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে।
টেকনাফ মডেল থানা পুলিশ সুত্রে জানা যায়, ০৮/০৩/২৫ ইং তারিখ টেকনাফ থানার এসআই নিঃ মাসুম ফরহাদ সঙ্গীয় এএসআই মানষ বড়ুয়া ও ফোর্সের সহযোগিতায় টেকনাফ থানাধীন পৌরসভাস্থ পুরাতন পল্লানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জিআর ৮০৬/১৮ এর ১৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১৫০০০ টাকার অর্থদন্ড এবং অনাদায়ে আরও ০২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামী টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার জাফর হোসেনের পুত্র নুর মোহাম্মদ কে গ্রেফতার করতে সক্ষম হন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে সকল ধরনের অপরাধী ও পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতারে পুলেশের চলমান নিযমিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত আজকের অভিযানে উপরোক্ত ১৫ বছরের দন্ডপ্রাপ্ত আসামিকে আটক করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে পর্বর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।