নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকের ব্যবস্থাপত্র বিহীন এন্টেবায়েটিক ঔষধ বিক্রির দায়ে পাঁচ ফার্মেসীতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিব হাসানের নেতৃত্বে পৌর এলাকার জেলা পরিষদ মার্কেটে এ অভিযান পরিচালনা করেন।
এসময় ওলিড ফার্মেসী, একে ফার্মেসী এন্ড সার্জিক্যাল মার্ঠ, মেসার্স মিলি মেডিকেল হল, মেসার্স ফায়সাল মেডিকেল হল ও কেএন ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় টেকনাফ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিব হাসান বলেন মেয়াদোত্তীর্ণ ও নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টেবায়েটিক ঔষধ বিক্রি ও চিকিৎসকের স্যাম্পল রাখার দায়ে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক ভাবে আর্থিক জরিমানা ও সতর্ক করা হয়েছে, এ নির্দেশনা অমান্য করলে পরবর্তীতে জেল জরিমানা করা হবে।
এসময় কক্সবাজারের ড্রাগ সুপার কাজী মোঃ ফরহাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।