বাইশারী ছাত্রদলের আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমিনুল ইসলাম,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে বাইশারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন (মঙ্গলবার) বেলা ১১টায় কলেজ হলরুমে এ অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী শাহী উদ্দিন ইমন এবং ত্রিপিটক পাঠ করেন দুলাইচিং মার্মা। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ছাত্রদল নেতা মোস্তাফা কামাল ও শাহারিয়ার সিহাব। সভাপতিত্ব করেন ছাত্রদল নেতা আবদুল মালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাইশারী ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন,বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক ও বাইশারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাংবাদিক আবদুর রশিদ,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসাইন,কলেজের প্রভাষক একেএম শাহ জালাল সাইফি, কামাল উদ্দিন, আনোয়ার হোসাইন, হাকিম সিকদার, মাহফুজা সুলতানা, হালিমা সাদিয়া ও আবদুল মাবুদ প্রমুখ।অনুষ্ঠানে ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।প্রধান অতিথি মনিরুল হক মনু বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রত্যেক পরীক্ষার্থী যেন শতভাগ সাফল্য অর্জন করতে পারে, সেই লক্ষ্যে মনোযোগী হয়ে প্রস্তুতি নিতে হবে।”
উপজেলা যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসাইনের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।