নুরুল হুদা,টেকনাফ:
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত একজন আসামি আটক করা হয়েছে।
টেকনাফ মডেল থানা সুত্রে জানা যায়,
১০ মার্চ (সোমবার) সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাং সাইফ উদ্দিন শাহিন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, টেকনাফ মডেল থানার প্রত্যক্ষ তত্বাবধানে টেকনাফ থানার এসআই নিঃ মাসুম ফরহাদ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ রঙ্গিখালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জিআর ৯৩৪/১৭ এর ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামী মোহাম্মদ নুরুল মোস্তফা, পিতা- মৃত ফরিদ আহম্মদ , সাং রঙ্গিখালি স্কুলপাড়া, হ্নীলা ইউপি, থানা -টেকনাফ, জেলা -কক্সবাজার কে গ্রেফতার করতে সক্ষম হয়।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, টেকনাফের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, মানব পচার, অপহরণ সহ যাবতীয় অপরাধ দমনে চিহ্নিত ও পরোয়ানাভূক্ত আসামীদের ধরতে টেকনাফ থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৫ বছরের সাজা প্রাপ্ত উক্ত সাজাপ্রাপ্ত আসামীকে আটক করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।