বান্দরবান সংবাদ দাতা:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বান্দরবানে সমাবেশ করেছে জেলা বিএনপি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান শহরের রাজার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র আহবায়ক সাচিংপ্রু জেরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির উপজাতি বিষয়ক সম্পাদক মা ম্যা চিং, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজার সঞ্চালনায় এ সমাবেশে রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবি তুলে ধরেন বক্তারা। এতে জেলার সাত উপজেলা থেকে পাহাড়ি-বাঙালি বিভিন্ন জাতিগোষ্ঠীর হাজার হাজার নেতা কর্মী ও বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।