
নুরুল হুদা, টেকনাফ:
আগামী ১৭ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা বিএনপির মহাসমাবেশ ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার জেলার কৃতি সন্তান, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের কক্সবাজার আগমন উপলক্ষে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে টেকনাফ উপজেলা ও পৌর বিএনপি।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ ঘটিকায় টেকনাফ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত স্বাগত মিছিলটি পৌর ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঝর্ণা চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।
পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকী, সাঃ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির সাঃ সম্পাদক আকতার হোসেন বাবুলসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জেলা বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যেহেতু কক্সবাজারের কৃতি সন্তান সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন মহাসমাবেশ হবে কক্সবাজারের ইতিহাসের স্মরণকালে বৃহৎ সমাবেশ। জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর নেতৃত্বে টেকনাফ থেকে জেলার সর্বোচ্ছ জনবল নিয়ে বৃহত্তর মিছিল নিয়ে যোগদান করবে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সর্বোচ্ছ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন নেতৃবৃন্দ।