ইসমাইল তুহিন,চকরিয়া:
কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া)আসনের বিতর্কিত সাবেক এমপি জাফরের অন্যতম সহযোগি বিতর্কিত ইউপি চেয়ারম্যান নবী হোছাইন ওরফে নবী চৌধুরী গ্রেপ্তার হয়েছে। ১৫ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল সোয়া ৪টায় চট্টগ্রামের চকবাজার একটি কনভেনশন হল থেকে চকবাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আটক নবী হোছাইন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান। তার বিরুদ্ধে চুরি,ডাকাতি ও নাশকতাসহ ১৫ টি মামলা রয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুইঁয়া জানান,চকরিয়া উপজেলার সাহারবিল ইউপি'র চেয়ারম্যান নবী চৌধুরিকে চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চকরিয়া থানাসহ জেলার বিভিন্ন থানা ও আদালতে ১৫টির বেশি মামলা রয়েছে। সব মামলাই গরুচুরি ও ডাকাতি মামলা। তাকে আজ বা কালের মধ্যে চকরিয়া থানায় আনা হবে।