শৈহ্লাচিং মারমা,রুমা প্রতিনিধি:
রুমায় ক্ষতিগ্রস্ত মংশৈপ্রু পাড়া বৌদ্ধ বিহার পরিদর্শন করেন ও অনুদান প্রদান করেন বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে বান্দরবান জেলার বিএনপি'র নবগঠিত কমিটির আহাবায়ক সাচিংপ্রু জেরীর সমর্থিত রুমার বিএনপি নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত উক্ত বৌদ্ধ বিহার পরিদর্শনে যান। পরিদর্শনকালে রুমা উপজেলার বিএনপি নেতা থুইসাঅং মার্মা'র নেতৃত্বে মংশৈপ্রু পাড়া বৌদ্ধ বিহারে ভিক্ষু, পাড়া কারবারি ও পাড়াবাসীর সংগে অগ্নিকান্দের সূত্রপাত নিয়ে আলোচনা করেন।
পরে বিএনপি নেতাকর্মীদের কর্তৃক সংগ্রহীত স্বেচ্ছা অনুদানের নগদ অর্থ বিহার বিহারাধ্যক্ষের নিকট হস্তান্তর করেন।
বিএনপি'র সহ-সভাপতি ও মৌজা হেডম্যান লাল লিয়ান সম বম, পলাশ চৌধুরী, যুব নেতা কোকোসিং, সিং মংহ্লা ও উপজেলা মহিলা দলের নেত্রী ঙোয়েনুচিং মারমা সহ উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার রাত সাড়ে সাতটায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মংশৈপ্রু পাড়া বৌদ্ধ বিহার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে বিহারের স্থাবর-অস্থাবর প্রায় ১০ লক্ষ টাকার সয়-সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।