নুরুল হুদা, নাফটুডে২৪:
টেকনাফে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফের নাফ নদের তীরবর্তী শোয়ারীগোদার লেজিরপাড়া গ্রাম এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, নাফ নদের তীরবর্তী শোয়ারীগোদা এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বিজিবির একটি দল কৌশলগত অবস্থান গ্রহণ করে।
এক পর্যায়ে দুই ব্যক্তি ব্যাগ কাঁধে নিয়ে নাফ নদের শূন্য লাইন পেরিয়ে লেজিরপাড়া গ্রামের দিকে আসতে থাকলে আগে থেকে ওঁৎ পেতে থাকা বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ব্যাগগুলো ফেলে দিয়ে পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দুইটি প্লাস্টিকের ব্যাগে এক লাল পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।