দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে শাহ পরীর দ্বীপে যুবদলনেতা হেলাল উদ্দিন বহিষ্কার

সংবাদ বিজ্ঞপ্তি:
দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টেকনাফ উপজেলার আওতাধীন শাহ পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়নে ৩ নং ইউনিট যুবদলনেতা হেলাল উদ্দিনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

৩ রা ফেব্রুয়ারী গণমাধ্যমে পাঠানো উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ূম ও সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী অনুমোদিত উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক(দপ্তরের দায়িত্ব প্রাপ্ত) নুরুল হুদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ নিশ্চিত করা হয়।

যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাহার সাথে কোন ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয় বিজ্ঞপ্তিতে।