যুবদলনেতা জসিম স্বস্ত্রীক হামলার শিকার, কক্সবাজার জেলা যুবদলের তীব্র নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি:
জাতীয়তাবাদী যুবদল সদর উপজেলা যুগ্ম আহবায়ক ও ভারুয়াখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি যুবনেতা জসিম উদ্দিন জসিম ও তার স্ত্রীর ওপর সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমেদ উজ্জল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন ।

আজ ২ ফেব্রুয়ারী এক বিবৃতিতে কক্সবাজার জেলা যুবদলের নেতারা বলেন, স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেলেও তাদের ধূসররা আনাচে কানাচে রয়ে গেছে। তারা সুযোগ পেলেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের সাহসী সৈনিকদের উপর চোরা গুপ্ত হামলা চালাচ্ছে। ওই ধারাবাহিকতায় তারা যুবদলের নেতা জসিমের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে এই আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।