বার্তা পরিবেশক:
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, উখিয়া-টেকনাফ সংসদীয় আসন থেকে নির্বাচিত সাবেক ৪ বারের সাংসদ ও হুইপ শাহ জাহান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা বিনিময় করেন নবগঠিত হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা শ্রমিকদলের নেতৃবৃন্দ।
৩১ জানুয়ারি শুক্রবার সকালে নবগঠিত হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা শ্রমিকদলের আহবায়ক তোফায়েল আহমদ ও সদস্য সচিব হোছাইন আহমদের নেতৃত্বে প্রিয় নেতার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাঃ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী, উপজেলা শ্রমিকদলের সভাপতি হোছাইন মোহাম্মদ আনীমসহ নবগঠিত কমিটির যুগ্ম আহবায়কবৃন্দ।
এসময় শাহ জাহান চৌধুরী নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের জনগনের পাশে থেকে দেশ ও দশের কল্যাণে কাজ করতে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফ বাস্তবায়নে তৃণমূলে জনমত গঠনে কাজ করার নির্দেশনা প্রদান করেন।