টেকনাফে বিজিবির পৃথক অভিযানে বিপূল পরিমান স্বর্ণ, নগদ টাকা ও অস্ত্রসহ ৫ জন গ্রেফতার

শহিদুল ইসলাম সোহাগ, টেকনাফ :
টেকনাফ ২ বিজিবির ব্যাটলিয়ন সদর ও হোয়াইক্যং বিওপির পৃথক অভিযানে ১৭৯ ভরি স্বর্ণ সহ ২ রোহিঙ্গা নারী এবং ২ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি সহ ৩ জনকে আটক করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি আনুমানিক ২৩১০ ঘটিকায় টেকনাফ (২ বিজিবি) এর একটি চৌকশ আভিযানিক দল টেকনাফ পৌরসভার কেকে পাড়া এলাকায় একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। সমর্থিত সূত্রে জানা যায় যে, কতিপয় মায়ানমারের নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশের অভ্যন্তরের একটি আবাসিক ভবনে অবস্থান করছে। অভিযান পরিচালনার সময় উক্ত ভবনে অবস্থানরত মায়ানমারের ০২ জন নাগরিকের (মহিলা) কাছ থেকে বেআইনি ভাবে দুটি পোটলায় রক্ষিত ১৭৯ ভরি ৪.৩ রতি স্বর্ণালংকার (২১ ক্যারেট-৬৬ ভরি ২ আনা ১ রতি,২২ ক্যারেট-১০৪ ভরি ৬ আনা ৫.৩ রতি এবং ২৪ ক্যারেট-৮ ভরি ৭ আনা ৪ রতি) এবং বাংলাদেশী নগদ
৪,০৪,১০০/- টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে, অভিযান শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

ধৃত আসামীরা হলেন, মাযানমার মংডু এলাকার মোছাঃ খালেদা (৪৫) ও একই এলাকার মোঃ ইয়াসিনের মেয়ে মোছাঃ মারুয়া (১৬)।

একই দিন পৃথক এক অভিযানে টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে অটোরিক্সা (সিএনজি) তল্লাশি চালিয়ে দুটি পুরাতন পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া কুতুপালং ৭নং এফডিএমএন ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা শরণার্থী উচুং জোহারের ছেলে আনোয়ার শাহ (১৮), একই ক্যাম্পের দ্বীন মোহাম্মদের ছেলে মো. শরিফ (১৮) ও ফকির আহম্মদের ছেলে মো. হাসিম (২০)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তানি আরও জানা উদ্ধার করা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ধৃত আসামীদ্বয় এবং পিস্তল ও গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে পৃথক মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।