
নিজস্ব প্রতিবেদক,নাফটুডে২৪:
টেকনাফের জনবহুল ইউনিয়ন হ্নীলা ইউপিতে চেয়ারম্যান অপসারণের পরবর্তী প্রসাশক নিয়োগের পর ইউপি সচিব কর্তৃক সেবা প্রার্থীদের সাথে দুর্ব্যাবহার ও হয়রানীর প্রতিবাদ, প্রশাসকের নিয়মিত সময়দানে অপারগতা এবং নিরবিচ্ছিন সেবার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ ও ছাত্র সমাজ।
২৩ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় হ্নীলা স্টেশন চত্বরের অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী, ছাত্র প্রতিনিধিরা বক্তব্যে বক্ বলেন, আওয়ামী ফ্যসিবাদের দোসর, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় গত ৯ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার শাখা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক এক পরিপত্রের মাধ্যমে চেয়ারম্যানকে অপসারিত করে উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) কে হ্নীলা ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করে প্রশাসক নিয়োগ দেয়া হয়। ৯ জানুয়ারি নিয়োগ হলেও নানা ব্যাস্ততায় পরিষদে যোগদান করেন ১৯ জানুয়ারি। অপরদিকে ইউপি সচিব কর্তৃক জনগণের সাথে দুর্ব্যাবহার, হয়রানি ও অনৈতিক অর্থ দাবিতে অতিষ্ঠ জনগণ।
এদিকে ২০ জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারী পর্যন্ত ২ সাপ্তাহ ব্যাপী নতুন বোটার হালনাগাদ কর্মসুচি ২০২৫ এ ভোটারযোগ্য ব্যাক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি ঘোষনা করে নির্বাচন কমিশন সচিবালয়। এমতাবস্থায় নিয়োগপ্রাপ্ত প্রশাসক মহোদয় সরকারি দাপ্তরিক কাজে ব্যাস্থতার অজুহাতে সাপ্তাহে ১ দিন পরিষদে সময় দেয়ার ঘোষণা দিলে জনগন সঠিক সময়ে ভোটার তথ্য হালনাগাদ ও নিবন্ধনের বিষয়ে চিন্তিত হয়ে পড়ে।
এদিকে প্রশাসক কর্তৃক পরিষদে নিয়মিত সময় দিতে না পারার সুযোগে অসাধু ইউপি সচিব জনগনকে হয়রানি ও অনৈতিক অর্থ দাবি দিন দিন বেড়ে চলছে।
উদ্ভুদ্ধ পরিস্থিতিতে বক্তারা জনদূর্ভোগ কমাতে ও হয়রানি বন্ধ পরিষদের নিয়মিত জনপ্রতিনিধিদের মধ্য থেকে দায়িত্ব প্রদানের দাবিও করে কতিপয় বক্তা।