
শহিদুল ইসলাম সোহাগ, টেকনাফ:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে “তারুণ্যের উৎসব ২০২৫ এর যাত্রা শুরু হয়েছে।
৯ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে “তারুণ্যের উৎসব” ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে টেকনাফ বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক পরিদক্ষণ করে।
র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আহসান উদ্দিন ও টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন সহ বিভিন্ন কর্মকর্তা ও টেকনাফের সর্বস্থরের ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।
৩০ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে বলে জানান আয়োজকরা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, যুব সমাবেশ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, জুলাই আগস্ট বিপ্লবের চিত্র প্রদর্শনী ও কর্মশালা সহ নানা আয়োজন থাকবে বলে জানান আয়োজকরা।