২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক, পলাতক সিন্ডিকেট প্রধান আবু তালেব

নুরুল হুদা, নাফটুডে২৪:
টেকনাফের হ্নীলায় বিজিবির অভিযানে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার ও এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে যায় মাদক কারবারি সিন্ডিকেটের প্রধান আবু তালেবসহ অপরাপর সদস্যরা।

বিজিবি সুত্রে জানা যায়, ৪ঠা জানুয়ারি সন্ধ্যা ৭টারদিকে টেকনাফ ২বিজিবির হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ হতে প্রায় ২কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে জেলে পাড়া দিয়ে নাফ নদীর তীরে স্পেশাল টহল দলের হাবিলদার ইসমাঈল হোসেনের নেতৃত্বে একটি চোরাচালান প্রতিরোধ দল বেড়ীবাঁধে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর চোরাচালান প্রতিরোধ টহলদল ২জন ব্যক্তিকে নাফ নদী সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে জেলেপাড়া এলাকার দিকে আসতে দেখে। পরে উক্ত ব্যক্তিরা নদীর তীরে উঠে দুইটি বস্তা কাঁধে নিয়ে বেড়ী বাঁধের দিকে আসতে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় চোরাচালান প্রতিরোধ টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কাঁধে থাকা বস্তাগুলো ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মায়ানমারের মন্ডুর নাগাকুরার মৃত সালেহ আহমদের পুত্র আব্দুর শুক্কুর (২১) কে আটক করতে সক্ষম হলেও অপর একজন অন্ধকারের সুযোগে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরে চোরাচালান প্রতিরোধ টহল দল প্লাস্টিকের বস্তার ভেতর হতে ২লাখ ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

আটক আসামী জিজ্ঞাসাবাদে জানায়, সে এপার-ওপারের মাদক কারবারীদের যোগসাজশে দীর্ঘদিন যাবত মায়ানমার হতে ইয়াবা বাংলাদেশে পাচার করে আসছে।

টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান (পিএসসি) জানান, আটক আসামীকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এদিকে বিজিবির দায়েরকৃত মামলাসুত্রে জানা যায়, আটক রোহিঙ্গা মাদক পাচারকারীকে প্রধান আসামী এবং পাচারকারী সিন্ডিকেটের প্রধান শীর্ষ মাদক কারবারি, একাদিক মাদক মামলার আসামি আবু তালেবকে পলাতক দেখিয়ে টেকনাফ মডেল থানায় মামলা রুজু করে বিজিবি।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে হ্নীলা ইউনিয়ন ফুলের ডেইল জাদী পাহাড় এলাকার বাসিন্দা নুরুল কবিরের পুত্র শীর্ষ মাদক কারবারি আবু তালেবের নেতৃত্বে ফুলের ডেইল, পুরাতন বাজার, সিকদার পাড়া ও হোয়াব্রাং এলাকার ১৫-২০ জন সদস্যের একটি বিশাল সিন্ডিকেট সীমান্ত দিয়ে ইয়াবা পাচার করে আসছে। আবু তালেবসহ সিন্ডিকেটের একাধিক সদস্য মাদক কারবার করতে গিয়ে একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মাদক সহ আটক হলেও মাদকের টাকার খুটির জোরে অল্প দিনের মধ্যে জামিনে বেরিয়ে এসে অবাধে সীমান্ত দিয়ে ইয়াবা পাচার করে আসছে। আবু তালেবের বিরুদ্ধে রয়েছে হাফ ডজন মাদক মামলা।