হ্নীলা জামেয়া দারুসসুন্নাহ মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:
দক্ষিণ চট্টগ্রামের প্রাচীনতম বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা জামেয়া দারুসসুন্নাহ মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর বিকাল ৩ ঘটিকায় মাদ্রাসা হলরুমে প্রাক্তন ছাত্র হাফেজ জাহেদুল ইসলামের কোরআন তেলাওয়াত ও মাওলানা আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সদরে মুহতামিম ও প্রাক্তন ছাত্র মাওলানা ক্বারি মোক্তার আহমদ, সিঃ শিক্ষক মাওঃ নুরুল ইসলাম নুরানী, সাবেক শিক্ষক মাওঃ তৈয়ব আরমান, বর্তমান শিক্ষক মাওঃ নুর মোহাম্মদ নুরানি, প্রাক্তন ছাত্র হাফেজ সরওয়ার কামাল, নুরুল হুদা, মাওঃ আলী আহমদ, মাওঃ শাহ জাহান, আবুবকর আল মাসুদ, জোবায়ের ওসমান প্রমুখ।

মতবিনিময় সভা শেষে পরিষদের দুই উপদেষ্টা মাদ্রাসার সদরে মুহতামিম মাওলানা ক্বারি মোক্তার আহমদক ও সিঃ শিক্ষক মাওলানা নুরুল ইসলাম নুরানীর পরামর্শ এবং উপস্থিত প্রাক্তন ছাত্রদের সর্বসম্মতিক্রমে মাদ্রাসার সাবেক শিক্ষক ও প্রাক্তন ছাত্র মাওলানা মোঃ তৈয়ব আরমানকে আহবায়ক এবং বর্তমান শিক্ষক ও প্রাক্তন ছাত্র মাওলানা নুর মোহাম্মদ নুরানীকে সদস্য সচিব করে আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়।
আগামী ২৭ ডিসেম্বর পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন উপলক্ষে নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা আহবান করা হয়েছে। উক্ত সভায় মাদ্রাসার সকল প্রাক্তন ছাত্রদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।