
সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা “জাসাস” টেকনাফ উপজেলার আওতাধীন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর সকাল ১০ টায় হ্নীলা উম্মে সালমা (রাঃ) বালিকা দাখিল মাদ্রাসা হলরুমে উপজেলা জাসাসের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সিঃ যুগ্ম আহবায়ক মোঃ আরমানুল হক নাহিদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল হুদা বলেন,সামাজিক আগ্রাসন প্রতিরোধ ও দেশীয় সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশ, বাংলাদেশী জাতিয়তাবাদী ও ইসলামী মুল্যবোধের সাংস্কৃতিক চর্চার লক্ষ্যে শহীদ জিয়া জাসাস নামের যে সামাজিক সাংস্কৃতিক সংস্থা “জাসাস” প্রতিষ্ঠা করেছিলেন তা বুকে ধারণ করে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শকে সমাজের প্রতিটি স্থরে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে জাসাস কর্মীদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।
উক্ত কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জাসাসের সদস্য সচিব মেহেদী হাসান শুভ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের আহবায়ক কমিটির সদস্য জিয়াউল বশির শাহীন।
বক্তব্য রাখেন, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের, সাবেক ছাত্রনেতা মোঃ ইমরান, জিয়াউল ইলহাম, জাসাস নেতা খালেদ বিন সাকি, মোঃ আতিক, মুহিব্বুল্লাহ বিন রহিম প্রমুখ।