
নুরুল হুদা,নাফটুডে২৪:
টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে আলোচিত আতিক অপহরণ ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত অপহরণকারি সিন্ডিকেটের স্বক্রিয় এক সদস্য আটক করতে সক্ষম হয়েছে।
৪ অক্টোবর হ্নীলা রঙ্গীখালী এলাকার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক অপহরণকারী চক্রের সদস্য আলা উদ্দিন রঙ্গীখালী এলাকার আব্দুল মাবুদের পুত্র।
টেকনাফ মডেল থানা পুলিশের ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত ২৫/০৯/২০২৪ ইং তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় ভিকটিম মোহাম্মদ আতিকুর রহমান (২১), পিতা-আবদু সালাম, মাতা-রশিদা বেগম, সাং-নাটমুড়া পাড়া, ০৫নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে টেকনাফ থানাধীন ২নং হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হতে অজ্ঞাতনামা আসামীরা অপহরন করিয়া নিয়ে যায়। পরবর্তিতে ২৬/০৯/২০২৪ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৭.১৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা আসামীরা তাহাদের ব্যবহৃত মোবাইল নম্বর হইতে ভিকটিমের বাবার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করিয়া মুক্তিপণ বাবদ ৫০,০০,০০০/- টাকা দাবী করে। উক্ত মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণে হত্যা করিবে বলিয়া হুমকি প্রদান করে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করিলে জনাব মুহাম্মদ রহমত উল্লাহ, পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের নির্দেশ মোতাবেক তদন্তকারী কর্মকর্তা ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করে। গোপন অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইং ০৪/১০/২০২৪ তারিখ টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ রঙ্গিখালী এলাকা হইতে উক্ত অপহরণ চক্রের সক্রিয় সদস্য আলা উদ্দিন (২৪), পিতা-আব্দুল মাবুদ, মাতা-রমিদা খাতুন, সাং-রঙ্গিখালী, ৭নং ওয়ার্ড, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।