
নুরুল হুদা,নাফটুডে২৪:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখনো স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে ঘাপটি মেরে আছে। তারা বিপ্লব ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে। তাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে কিছুতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক একটি বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শন শেষে হোটেল লং বিচ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংস্কার অবশ্যই দরকার। দেশ সংস্কারের পাশাপাশি অন্তত ৭০ দিনের একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা যেতে পারে। তবে আমরা নির্বাচনের জন্য সময় নির্ধারণ করে দিতে চাই না।
তিনি বলেন, পৃথিবীর কোনো স্বৈরশাসক স্বভাবিকভাবে বিদায় নিতে পারেনি, গণঅভ্যুত্থানে পালাতে হয়েছে। নিজে গুমের শিকার হয়েছেন দাবি করে তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকার আমাকে হত্যার উদ্দেশ্যে গুম করেছিল। সারা দেশে বিএনপির নেতাকর্মীসহ ৭ শতাদিক মানুষকে গুম করা হয়েছিল। হাজার হাজার মানুষকে হত্যা ও নির্যাতন করা হয়েছে।
এর আগে সকালে বিমানে কক্সবাজার পৌঁছে আওয়ামী লীগের দ্বারা পুড়িয়ে দেওয়া জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন সালাহউদ্দিন আহমদ।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক সংসদস সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সহসভাপতি সাবেক সংসদ সদস্য নুরুল বশর চৌধুরী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ হাসিনা আহমেদ প্রমুখ।