
উখিয়া প্রতিনিধি:
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটারগান ২ রাউন্ড রাইফেলের গুলিসহ একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আরসার শীর্ষ কমান্ডার হাফেজ এনায়েত উল্লাহ (৩৭) কে আটক করেছে ১৪ এপিবিএন। সে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ব্লক-সি এর সব ব্লক সি/৬ এর বাসিন্দা আলী আহমদ ছেলে। যার এফসিএন-২৭৯৩৫৮।
রবিবার (২৫ আগস্ট) বিকালে উখিয়া উপজেলার ক্যাম্প-২০ (এক্সটেনশন) এর ব্লক-এস/৩-বি/২ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আরসা কমান্ডার শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প-২০ (এক্সটেনশন) এর ব্লক-এস/৩-বি/২ এলাকা হতে তাকে আটক করে। আটক আরসা শীর্ষ কমান্ডার হাফেজ এনায়েত উল্লাহর বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। যার মামলা নং-৬৬, তারিখ-১১/০৬/২০২২ ইং ও নং-৯১ তারিখ-২৫/০৯/২০২২ ইং। সে উক্ত মামলায় ওয়ারেন্টভুক্ত ছিলেন।
মো. ইকবাল জানান, দেহ তল্লাশি করে তার কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। এজাহার দায়েরপূর্বক আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।