কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে লেখা থেকে ভিডিও তৈরির প্রযুক্তি বা মডেল ‘সোরা’ আনতে কাজ করছে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই। ওপেনএআই বলছে, লিখিত বর্ণনা দেওয়া হলে বাস্তব ঘটনা বা দৃশ্য আর কাল্পনিক দৃশ্যও তৈরি করে দেবে এআই মডেল সোরা। এক মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে পারবে সোরা।