
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেছেন, সরকার নতুন করে সাধারণ জনগণের পকেট কাটা শুরু করেছে। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, সরকারের নিজেদের আর্থিক সংকট মোকাবিলা, বিশ্বব্যাংক ও আইএমএফের নির্দেশ মেনে চলতে নানান খাতে মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটার এই উৎসবের আয়োজন আবারও শুরু হয়েছে। আকস্মিকভাবে চালের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা চলছে। একইভাবে গ্যাসের মিটারভাড়া বাড়ানো হয়েছে। সব জায়গায় নিয়মিত গ্যাস সরবরাহ করতে না পারলেও আবারও গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। মূল্য সমন্বয়ের নামে বিভিন্ন খাতে প্রতিনিয়ত দাম বাড়ানোর কথাও ঘোষণা করা হচ্ছে।