রাত সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে বাজার করতে যান ইবনে মুরাদ (৪২)। তাঁর হাতে থাকা স্বচ্ছ ব্যাগে তিনটি মাঝারি আকারের বেগুন দেখা যাচ্ছিল। মাত্র তিনটি বেগুন নেওয়ার বিষয়ে জানতে চাইলে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বাজারের ব্যবসায়ী মুরাদ উত্তর দিলেন, ‘৩টি বেগুনেই তো ৩০ টাকা নিল। শীতকালেও রাতের বেলা দেখছি বেগুনের দামে আগুন ধরেছে।’
সবজি উৎপাদনের জন্য দিনাজপুরের সুপরিচিত এলাকা বিরামপুর। এক সপ্তাহ ধরে এখানকার স্থানীয় বাজারগুলোতে বেগুনের দাম বেড়েই চলেছে। আগের বছরগুলোতে শীত মৌসুমে গ্রামীণ বাজারে ১০ থেকে ১৫ টাকা কেজি দরে বেগুন বিক্রি হতো। সেখানে এখন মাঝারি সাইজের ১টি বেগুন ১০ টাকায় কিনতে হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।